আবারও রাস্তায় হিজাব তদারকি করতে শুরু করেছে ইরানের বিতর্কিত নীতি পুলিশ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমই এই খবর দিয়েছে।
এক মুখপাত্র জানিয়েছে, রবিবার থেকে হিজাব আইন বাস্তবায়ন করতে আবারও রাস্তায় নেমেছে নীতি পুলিশ।
হিজাব আইন ভঙ্গ করার অভিযোগে আটকের পর নীতি পুলিশ হেফাজতেই মাহশা আমিনি নামে এক কুর্দি তরুণীর মৃত্যু হয়। দশ মাস আগের ওই ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা ইরান। নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারী সংঘর্ষে উভয় পক্ষের কয়েকশ' প্রাণহানি ঘটে।
এরপর চাপে পড়ে সাময়িকভাবে নীতি পুলিশের কার্যক্রম স্থগিত করেছিল ইরান সরকার।
ইরানের পুলিশ জানিয়েছে, প্রথমে নীতি পুলিশ ঠিকমতো হিজাব পরার জন্য স্থানীয় রাস্তাঘাটে চলাচল করা নারীদের সতর্ক করবে। এরপরও আইন না মানলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল