দক্ষিণ কোরিয়ায় তীব্র বৃষ্টির কারণে সারা দেশে ব্যাপক বন্যা ও ভূমিধসের কারণে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। সোমবার বন্যায় প্লাবিত টানেলে আটকে পড়া গাড়ি থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত শনিবার সেন্ট্রাল দক্ষিণ কোরিয়ার চেওংজু শহরের একটি আন্ডারপাসে একটি বাসসহ অন্তত ১৫টি যানবাহন আটকা পড়েছিল। নিখোঁজদের পরিবার স্থানীয় হাসপাতালে তথ্যের জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছিল। আজ সোমবার টানেল থেকে মরদেহ উদ্ধার করা হলো।
গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পর এখন পর্যন্ত অন্তত নয়জন নিখোঁজ রয়েছেন।
এদিকে মুষলধারে বৃষ্টির কারণে পূর্ব এশিয়ার এই দেশটির বেশিরভাগ অংশে বন্যা, ভূমিধস দেখা দেওয়ার পর বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল