পাকিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে। এসব হামলায় আফগানিস্তানে লুকিয়ে থাকা তেহরিক-ই তালেবান পাকিস্তান জড়িত। কিন্তু আফগানিস্তান এটা নিয়ে পাকিস্তানকে কোনো সহায়তা করছে না। উল্টো এক বিবৃতিতে তালেবান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে, পাকিস্তানের সঙ্গে নয়।
পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তালেবানের এমন বিবৃতিতে পাকিস্তানের জ্যেষ্ঠ রাজনীতিকরা উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবিসি পশতুর সঙ্গে এক সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানের সঙ্গে তারা কোনো শান্তি চুক্তি করেননি। দোহায় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছেন।
উল্লেখ্য, এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, আফগানিস্তান দোহা চুক্তির বাধ্যবাধকতা মান্য করছে না।
তবে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ দাবি করেছেন, আফগানিস্তানের মাটি পাকিস্তানে হামলার জন্য ব্যবহৃত হচ্ছে না। পাকিস্তানকে তিনি মুসলিম ব্রাদার কান্ট্রি (মুসলিম ভ্রাতৃত্বপূর্ণ দেশ) হিসেবে উল্লেখ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল