কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহন চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। কারণ, এই চুক্তি তার প্রকৃত উদ্দেশ্য হারিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মন্তব্য করেছেন।
রুশ প্রেসিডেন্ট এক বক্তব্যে বলেন, ‘মানবিক উদ্দেশ্য বাস্তবায়নে যে চুক্তি করা হয়েছিল সেটি আর ন্যায্য নয়।’ পুতিন বলেন, চুক্তি সম্প্রসারণে রাশিয়ার যে শর্ত ছিল তা মানা হয়নি।
উল্লেখ্য, গত সপ্তাহে কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহনের চুক্তি থেকে বের হয়ে যায় রাশিয়া। এক বছর আগে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন এই চুক্তিতে একমত হয়েছিল।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ওই চুক্তির ফলে বিশ্বজুড়ে খাদ্যশস্যের দাম নাগালের মধ্যে ছিল। কিন্তু রাশিয়া চুক্তি থেকে সরে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম ফের বাড়ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল