ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেবা মেডিকেল সেন্টার থেকে ছাড়া পেয়েছেন। সোমবার সকাল হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রিলিজ দেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে নেতানিয়াহু বলেছেন, ‘আমি বেশ ভালো অনুভব করছি। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি।’
নেতানিয়াহুকে শনিবার জরুরি ভিত্তিতে সার্জারির জন্য তেল হাশোমিরে অবস্থিত শেবা হাসপাতালে ভর্তি করা হয়। রাতভর সার্জারি চলে তার শরীরে পেসমেকার স্থাপন করা হয়।
হাসপাতালে ভর্তির আগের দিন নেতানিয়াহু সরকারের আনা বিচার বিভাগীয় সংস্কারের পরিবর্তে সারা দেশজুড়ে বড় আকারে বিক্ষোভ হয় যা এখনও চলছে। আজ এ সংস্কার বিষয়ে পার্লামেন্টে ভোটগ্রহণ হবে।
এর আগে শনিবার রাতে হাজারো মানুষ পথে নেমে আসে এবং অনেকেই জেরুজালেমের উদ্দেশ্যে পদযাত্রা করেন। তারা দেশটির নেসেট বা সংসদ ভবনের বাইরে অবস্থান নেন।
এক সপ্তাহ আগেও নেতানিয়াহু পানিশূন্যতায় ভুগে একই হাসপাতালে ভর্তি হয়েছিল। সেবার ১৫ জুলাই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন নেতানিয়াহু।
চলতি বছরের ৫ জানুয়ারি ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন বিচার বিভাগীয় সংস্কার ঘোষণা করেন। এতে সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করা এবং বিচার বিভাগের নিয়োগে সরকারের সুপারিশ বাস্তবায়নের পরিবর্তনগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল