ক্রনসতাদ এলাকায় ভ্রমণ করতে গিয়ে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাস্তায় তাকে দেখেই সেলফি তোলার আবদার জানান এক বিয়ের কনে।
পুতিনও আবদার মেনে নিয়ে সেই কনের সাথে সেলফি তোলেন। আর এই ঘটনার ভিডিও প্রকাশ পেতেই ভাইরাল হয়ে যায়।
রুশ গণমাধ্যম আরটি এই ঘটনার ভিডিও তাদের টুইটারে শেয়ার করেছে। ক্যাপশনে লিখেছে, ‘ক্রনসতাদ এলাকায় ভ্রমণ করার সময় এক অদ্ভুত ঘটনার মুখে পড়েন পুতিন। পুতিনের সাথে সেলফি তোলার আবদারের জানানো লোকদের তালিকায় খোদ বিয়ের কনেও ছিলেন।’
এই ঘটনায় অনেকেই মুগ্ধ বনে গেছেন। পুতিনের বন্দনা করে নানা মন্তব্যও করছেন তারা। অনেকে আবার সমালোচনাও করছেন। পুতিনকে তারা বলছেন অপরাধী।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল