ইরানের সংসদে পাসকৃত একটি কাঠামোর ভিত্তিতে দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রয়েছে। রবিবার ইরানের পরমাণু প্রধান মোহাম্মদ ইসলামি এই তথ্য জানান।
আল আরাবিয়া নিউজের খবর অনুসারে, তেহরান তার ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে দিয়েছে এ বিষয়ে একটি রিপোর্ট সম্পর্কে জানতে চাইলে ইসলামি এই কথা বলেন।
ইরানের পরমাণু প্রধান বলেন, ‘কৌশলগত কাঠামো আইনের ওপর ভিত্তি করে আমাদের পারমাণবিক সমৃদ্ধকরণ অব্যাহত রয়েছে।’
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করে, ইরান উল্লেখযোগ্যভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার গতি কমিয়ে দিয়েছে।
ওই খবরে বলা হয়, ইরানের এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে এবং ইরানের পারমাণবিক কাজ নিয়ে বিস্তৃত আলোচনা পুনরুজ্জীবিত করতে পারে।
২০২০ সালে ইরানের কট্টরপন্থী সংসদ একটি আইন পাস করে। ওই আইন অনুসারে সরকার তেহরানের ২০১৫ সালের পরমাণু চুক্তির অধীনে নির্ধারিত সীমার বাইরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পদক্ষেপ নিতে পারবে। যুক্তরাষ্ট্র চুক্তি না মানলে তারা এটা করার সিদ্ধান্ত নেয়।
ওয়াশিংটন ২০১৮ সালে চুক্তিটি বাতিল করে এবং পুনরায় ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর তেহরান চুক্তিতে নির্ধারিত পারমাণবিক নিষেধাজ্ঞাগুলি লঙ্ঘন করতে শুরু করে।
বিডিপ্রতিদিন/কবিরুল