পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেওয়া তোশাখানা দুর্নীতি মামলার কারাদণ্ড স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। মঙ্গলবার এ রায় দেওয়া হয়েছে।
হাইকোর্টের এমন রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এটাকে তিনি ‘কালো অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন।
জিও নিউজের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট শাহবাজ শরিফ মঙ্গলবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খাননের পক্ষ অবলম্বন করার জন্য সুপ্রিম কোর্ট এবং পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বন্দিয়ালের সমালোচনা করেছেন।
এক্সে (সাবেক নাম টুইটার) শাহবাজ শরিফ লেখেন, প্রধান বিচারপতির ‘আপনাকে দেখে ভালো লাগছে’ এবং আপনার জন্য শুভ কামনা (Good to see you and Wishing you good luck) এমন বার্তা ইসলামাবাদ হাইকোর্টেও পৌঁছেছে। সিদ্ধান্ত আসার আগে সিদ্ধান্তটি কী হবে তা যদি সবাই জানে, তবে বিচার ব্যবস্থার জন্য এটি একটি উদ্বেগের মুহূর্ত হিসেবে গণ্য হওয়া উচিত।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের এক মামলায় ইমরান খানকে দেখে দেশটির প্রধান বিচারক শুভেচ্ছা প্রকাশের অংশ হিসেবে বলেছিলেন, ‘আপনাকে দেখে ভালো লাগছে’। ওই সময় সরকারপন্থিরা এটার ব্যাপক সমালোচনা করে।
বিডিপ্রতিদিন/কবিরুল