ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর দফতরের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সংস্থাটির বিজ্ঞানী আশিস লাম্বা। যাওয়ার পথে এক স্কুটিআরোহীর রোষের কবলে পড়েন তিনি। স্কুটি থেকে নেমে আশিসের গাড়িতে দু’বার লাথি মারেন ওই আরোহী।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেই পুলিশের নজরে আসে। আরোহীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেয় পুলিশ।
মঙ্গলবার বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট রোডে হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড (এইচএএল)-র নবনির্মিত ভবনের সামনে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে ইসরোর দফতরের উদ্দেশে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন আশিস। হঠাৎ তার গাড়ির সামনে একটি স্কুটি এসে পড়ে। আশিসের দাবি, স্কুটিতে আরোহী ছাড়া আর কেউ ছিলেন না। স্কুটি চালানোর সময় আরোহীর মাথায় হেলমেটও ছিল না। গাড়ির সামনে স্কুটিটি বেপরোয়াভাবে চালানো হচ্ছিল দেখে এক সময় বাধ্য হয়ে গাড়িতে ব্রেক কষেন আশিস। সঙ্গে সঙ্গে স্কুটি থেকে নেমে গাড়ির দিকে এগিয়ে যান ওই আরোহী। আশিসের গাড়ির টায়ারে দু’বার লাথিও মারেন তিনি।
আশিসের উদ্দেশে গালিগালাজ করেন আরোহী। সম্পূর্ণ ঘটনাটি আশিসের গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিও এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) পোস্ট করেন আশিস। যদিও ভিডিওর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বেঙ্গালুরু পুলিশের নজর কাড়েন আশিস। ভিডিওটি পোস্ট করার সময় সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিত লিখে জানান ইসরো ওই বিজ্ঞানী। আরোহীকে খুঁজে বের করে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। সূত্র: ফ্রি প্রেস জার্নাল, রিপাবলিক ওয়ার্ল্ড
বিডি প্রতিদিন/কালাম