বছরের শুরু থেকে প্রায় ২ লাথ ৮০ হাজার কর্মীকে চুক্তিবদ্ধ পরিষেবার জন্য রাশিয়ার সামরিক বাহিনীতে গ্রহণ করা হয়েছে।
রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ এ কথা জানিয়েছেন।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে এ দাবি করেছেন।মেদভেদেভ রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় অঞ্চলের প্রধানদের সঙ্গে সামরিক কর্মীদের নিয়ে বৈঠকের আগে এই দাবি করেন।
ভিডিওতে মেদভেদেভ বলেন, এই ব্যক্তিদের মধ্যে কেউ কেউ রিজার্ভে ছিলেন এবং তাদের মধ্যে কেউ কেউ স্বেচ্ছাসেবক এবং কিছু অন্যান্য ক্যাটাগরির।
বিডিপ্রতিদিন/কবিরুল