২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩৪

১০ বছরের মধ্যে বড় ধরনের সামরিক মহড়া করল দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক

১০ বছরের মধ্যে বড় ধরনের সামরিক মহড়া করল দক্ষিণ কোরিয়া

সামরিক মহড়ার একটি দৃশ্য

গত ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো বড় ধরনের সামরিক কুচকাওয়াজ করেছে দক্ষিণ কোরিয়া। এই কুচকাওয়াজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আক্রমণকারী হেলিকপ্টারসহ বিভিন্ন অস্ত্র প্রদর্শন করা হয়। এটিকে তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তি ও সংকল্পের প্রদর্শন হিসেবে দেখিয়েছে। 

এই কুচকাওয়াজটি সশস্ত্র বাহিনী দিবসে উদযাপন করা হয়েছে। এটা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সামরিক শক্তির অসাধারণ প্রদর্শনের তুলনায় আরও বিনয়ী।উত্তর কোরিয়া তাদের সশস্ত্র বাহিনীর দিবসে প্রায়শই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) মতো উন্নত অস্ত্র প্রদর্শন করে থাকে।

সিউল বিমান ঘাঁটিতে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল পিয়ংইয়ংকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেন এবং সামরিক ও প্রতিরক্ষা কারখানার প্রতি তার সরকারের সমর্থন বাড়ানোর অঙ্গীকার করেন।

তিনি বলেন, উত্তর কোরিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তবে দক্ষিণ কোরিয়া-মার্কিন জোটের অপ্রতিরোধ্য প্রতিক্রিয়ার মাধ্যমে তার শাসনের অবসান ঘটাবে। সূত্র: আল জাজিরা বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর