২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৪৩

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরতে চায় রাশিয়া

অনলাইন ডেস্ক

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরতে চায় রাশিয়া

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে আবারো ফিরতে চায় রাশিয়া। একটি নির্বাচনকে এ ক্ষেত্রে প্রধান নিয়ামক হিসেবে দেখা হচ্ছে। 

ইউক্রেনে সেনা অভিযান চালানোর পর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়েছিল। 

তবে বর্তমানে রাশিয়ার কূটনৈতিকরা কাউন্সিলটির জন্য একটি তিন বছর মেয়াদী নির্বাচনে অংশ নিতে চাইছে। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি দাবি করেছেন, রাশিয়ার সদস্য পদ পাওয়ার আবেদন পত্রের একটি কপি তাদের হাতে এসেছে। আগামী মাসে এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

বিবিসি বলছে, মানবাধিকার কাউন্সিলে ফিরে রাশিয়া আবার বিশ্বের আস্থাভাজন হতে চাইছে।

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর