অভিযানে পাকিস্তানের ‘সন্ত্রাসী চক্রের হোতা’ নিহত হওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। তার নাম ফয়সাল।
পাকিস্তান সেনাবাহিনীর দাবি, দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় পরিচালিত অভিযানে তিনি নিহত হন। ওই ব্যক্তি পাকিস্তানের সন্ত্রাসী ও জঙ্গি চক্রের অন্যতম হোতা ছিলেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়ার মারদান ও কুররম জেলায় সেনা অভিযান পরিচালনা করেছে সেনা সদস্যদের দল। এই অভিযানে কথিত ‘সন্ত্রাসী চক্রের হোতা’ ফয়সাল এবং পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য ল্যান্স নায়েক ঘাইরাত খান নিহত হয়েছেন।’
আইএসপিআর-এরতথ্যানুযায়ী, মরদান জেলার কাতালাং এলাকায় সেনাসদস্যদের গুলিতে নিহত হয়েছেন ফয়সাল। হত্যার পর তার গোপন ডেরা থেকে কয়েকটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়েছে।
‘নিহত ফয়সাল আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর হাইলি ওয়ান্টেড টার্গেট ছিলেন। বহুদিন ধরেই তাকে খোঁজা হচ্ছিল,’ শুক্রবারের বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর।
পাকিস্তান সেনাবহিনীর ল্যান্স নায়েক ঘাইরাত খান অবশ্য মারদান অভিযানে নিহত হননি; তিনি প্রাণ হারিয়েছেন কুররম অভিযানে। আইএসপিআরের বিবৃতিতে তাকে ‘শহীদ’ বলে উল্লেখ করা হয়েছে। সূত্র: ডন
বিডি প্রতিদিন/আজাদ