হামাসের আক্রমণের পর ইসরায়েলের পাল্টা আক্রমণে রীতিমতো দুর্বিসহ হয়ে উঠেছে অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জীবন। এবার গাজাবাসীর দুর্ভোগ আরো বাড়তে চলেছে।
অবরুদ্ধ উপত্যকাটিতে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইসরায়েল কাটজ তাৎক্ষণিকভাবে গাজায় পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।
হামাসের হামলার পরই গাজাকে পুরোপুরিভাবে অবরুদ্ধ করার ঘোষণা দেয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
হঠাৎ করেই শনিবার ইসরায়েলে হামলা চালায় গাজার ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। এরপর গাজার বভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে গাজার অনেক স্থাপনা ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন পাঁচ শতাধিক ফিলিস্তিনি। আর হামাসের হামলায় সাত শতাধিক ইসরায়েলির প্রাণ গেছে।
বিডি প্রতিদিন/নাজমুল