ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে বলেছে, হামাসের নিজস্ব প্রযুক্তিতে তৈরি উন্নত মনিটরিং সিস্টেম ধ্বংস করা হয়েছে, যা গোপনে গাজার আকাশে বিমান শনাক্ত করতে ব্যবহার করতো ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠীটি।
ইসরায়েল বাহিনী আরো জানিয়েছে, বিগত কয়েক বছরে সশস্ত্র গোষ্ঠী হামাস অবরুদ্ধ আকাশে বিমান শনাক্ত এবং ট্র্যাক করার লক্ষ্যে গাজা উপত্যকাজুড়ে সোলার হিটারের ভিতরে লুকানো উচ্চ মানের ক্যামেরার একটি নেটওয়ার্ক স্থাপন করেছিল। সেটিই মূলত ধ্বংস করে দেওয়া হয়েছে।
এদিকে, এরই মধ্যে গাজা সীমান্তে প্রায় তিন লাখ সৈন্য সমাবেশের ঘোষণা দিয়েছে ইসরায়েল। যেকোনো সময় গাজায় বড় ধরনের স্থল হামলা শুরু করতে পারে দেশটির সামরিক বাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র বুধবার এই তথ্য জানিয়েছেন।
এরই মধ্যে বুধবার পঞ্চম দিনে প্রবেশ করেছে ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ। বিগত চার দিনের সংঘাতে বহু সংখ্যক প্রাণহানি ঘটেছে উভয় দেশেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা।
রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। অন্যদিকে, ফিলিস্তিনে প্রাণ গেছে ৯৫০ জনের। সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/আজাদ