ফিলিস্তিনের গাজা উপত্যকায় মুহুর্মুহু বোমা বর্ষণ করছে ইসরায়েল। এরই মধ্যে ওই উপত্যকার সীমান্তবর্তী আল-কারামা অঞ্চলের একটি অংশ বোমা মেরে পুরোপুরি মাটির মিশে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলি বোমায় সেখানকার আটটি ১২তলা ভবন পুরোপুরি ধ্বংস করে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে।
মানুষ যখন বাড়িতে ঘরের ভেতর অবস্থান করছিলো, তখন তাদেরকে টার্গেট করা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
আশেপাশের বাসিন্দারা সিভিল ডিফেন্স এবং রেড ক্রসের কাছে সাহায্যের জন্য আবেদন করছেন। কিন্তু তাদের কাছে কোনো সাহায্য পৌঁছায়নি।
ঘটনাস্থলের লোকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের আওয়াজ শুনতে পাচ্ছেন এবং সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন।
এদিকে, বোমা হামলার পাশাপাশি গাজায় স্থল হামলা শুরু করতে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এ কথা জানিয়েছেন।
এরই মধ্যে গাজা সীমান্তের তিন লাখ সৈন্য সমাবেশ করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েল সামরিক বাহিনীর একজন মুখপাত্র। সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/আজাদ