ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে গাজার সবচেয়ে বড় হাসপাতালের কাছে লড়াই চলায় শত শত রোগী আটকা পড়েছেন। হাজার হাজার মানুষ গাজার বৃহত্তম হাসপাতালের আশেপাশে আশ্রয় নেন।
রবিবার গাজা সিটির আল-শিফা হাসপাতালের প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেন, সারারাত ধরে ‘সহিংস লড়াই’ চলেছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সতর্ক করে দিয়ে বলেছে, জেনারেটর জ্বালানির অভাবে গাজা শহর জুড়ে আল-কুদস হাসপাতালটিও পরিষেবার বাইরে রয়েছে।
গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে ২০টি আর কাজ করছে না বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা।
বিডিপ্রতিদিন/কবিরুল