জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে অবতরণের পর একটি বিমানে আগুন লেগেছে। খবর বিবিসি।
জাপানের সম্প্রচার করা ভিডিওতে দেখা গেছে বিমানটির জানালা থেকে আগুন বেরিয়ে আসছে। রানওয়েতেও সেই আগুন ছড়িয়ে পড়ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ ধারণা করছে, অবতরণের পর অন্য বিমানের সাথে সংঘর্ষের ফলে বিমানটিতে আগুন ধরে গেছে। এসময় বিমানটির ভেতরে যাত্রীরা ছিল।
ওই বিমানটি হোক্কাইডো থেকে ছেড়ে এসেছিল। ৩৭৯ জন যাত্রী ও ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে তাদের কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
বিডি প্রতিদিন/নাজমুল