২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থানের চক্রান্ত করেছিলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তার বিরুদ্ধে গুরুতর এই অভিযোগসহ একাধিক মামলার বিচার চলছে। এই অবস্থায় শক্তি প্রদর্শেনের জন্য ব্রাজিলে তার সমর্থনে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সমাবেশে বলসোনারো তার বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগ অস্বীকার করেন। পৃথক দুই অভিযোগের কারণে আগামী ৩০ সাল পর্যন্ত তিনি নির্বাচন করতে পারবেন না এটা নিয়েও সমালোচনা করেন।
বলসোনারো সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘অভ্যুত্থান কী? সড়কে ট্যাঙ্ক, অস্ত্রশস্ত্র, ষড়যন্ত্র।’ এসবের কিছুই হয়নি ব্রাজিলে।
এর আগে চলতি মাসের শুরুতে ব্রাজিলের পুলিশ তার পাসপোর্ট জব্দ করে। রবিবার বিশাল সমাবেশে বলসোনারো বলেন, ‘২০২২ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দিতে তিনি যে খসড়া করেছিলেন তা সংবিধানের আলোকেই ছিল। নির্বাচনের পরপরই দেশে অনুষ্ঠিত দাঙ্গায় অংশগ্রহণকারীদের সাধারণ ক্ষমার আহ্বান জানান তিনি।
ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দি সিলভা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন। অন্যদিকে বলসোনারো ইসরায়েলপন্থি অবস্থান নিয়েছেন। তার সমর্থকরা সমাবেশে ইসরায়েলের পতাকা নিয়ে উপস্থিত হন। 
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        