ইরান-ইসরায়েল উত্তেজনা নিয়ে সৌদি আরব, জর্ডান, তুরস্ক ও মিশরের প্রতিপক্ষের সঙ্গে কথা বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার পরিপ্রেক্ষিতে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেন তিনি।
তার কথোপকথনের সময় মার্কিন এই শীর্ষ কূটনীতিক পুনর্ব্যক্ত করেন যে, ওয়াশিংটন এই অঞ্চলে উত্তেজনা চাইছে না। তবে ইসরায়েলের প্রতিরক্ষাকে সমর্থন অব্যাহত রাখবে।
গাজা উপত্যকায় মানবিক সাহায্য বাড়ানোর গুরুত্ব নিয়েও আলোচনা করেন ব্লিংকেন।
সিরিয়ার দামেস্কে নিজের কনস্যুলেটে হামলার জেরে শনিবার রাতে ইসরায়েলের মাটিতে নজিরবিহীন হামলা চালায় ইরান। এই হামলায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। সূত্র:আল জাজিরা
বিডি প্রতিদিন/আজাদ