আল জাজিরা অ্যারাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর জ্যেষ্ঠ সদস্যরা বলেছেন, তারা ইসরায়েলি যে কোনো আগ্রাসনের কড়া জবাব দেবে।
তারা বলেছেন, ‘প্রতিরোধের নেতৃত্ব যেকোনো সম্ভাব্য আগ্রাসনের প্রতিক্রিয়ার আকার এবং প্রতিক্রিয়া নির্ধারণ করবে।’
গোলানে হামলার বিষয়ে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেছে হিজবুল্লাহ।
নাম প্রকাশ না করার শর্তে হিজবুল্লাহ সূত্রগুলো বলেছে, ‘বিদেশি রাষ্ট্রদূতেরা পরামর্শ দিয়েছিলেন যে আমরা কোনো ধর্মঘটের প্রতিশোধ নেব না যাতে সংঘর্ষের প্রসারিত না হয় ... আমরা প্রতিক্রিয়া জানাব।’
তারা আরও বলেছে, ‘আমরা ইসরায়েলি স্থল আক্রমণ আশা করছি না, তবে তারা যদি আক্রমণ করে তবে আমরা প্রস্তুত। তারা যদি লেবাননে প্রবেশের সিদ্ধান্ত নেয়, আমরা গ্যালিলে পা রাখব।’
সূত্রগুলি আরও বলেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গোলানে হামলার জন্য তাদের ওপর দোষ চাপাচ্ছে এতে হিজবুল্লাহ বিস্মিত হয়নি।
বিডি প্রতিদিন/নাজমুল