মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আজ মঙ্গলবার বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে হিজবুল্লাহ এবং ইসরায়েলের যুদ্ধ অনিবার্য। যদিও তিনি ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে একটি মারাত্মক রকেট হামলার পরও উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে তিনি উদ্বিগ্ন।
গোলানের দ্রুজ গ্রামের একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১২ শিশু ও কিশোর নিহত হয়। ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লাহকে অভিযুক্ত করেছে। সেই সাথে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই জড়িত থাকার কথা অস্বীকার করেছে হিজবুল্লাহ।
যুক্তরাষ্ট্র হামলার প্রতিক্রিয়ায় লেবাননের রাজধানী বৈরুত বা বড় বেসামরিক অবকাঠামোতে হামলা থেকে ইসরায়েলকে বিরত থাকতে বলেছে।
মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, ‘যদিও আমরা ইসরায়েলের উত্তর সীমান্তে প্রচুর তৎপরতা দেখেছি, আমরা এটিকে পূর্ণাঙ্গ লড়াইয়ে পরিণত করার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন রয়েছি। এবং আমি বিশ্বাস করি না যে একটি লড়াই অনিবার্য।’
ম্যানিলায় একটি যৌথ সংবাদ সম্মেলনে অস্টিন বলেছেন, ‘আমরা কূটনৈতিক উপায়ে বিষয়গুলির সমাধান দেখতে চাই।’
বিডি প্রতিদিন/নাজমুল