শিরোনাম
১১ আগস্ট, ২০২৪ ০১:৩৬

ব্রাজিলে বিমান বিধ্বস্তের ঘটনায় ২১ জনের মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

ব্রাজিলে বিমান বিধ্বস্তের ঘটনায় ২১ জনের মৃতদেহ উদ্ধার

ব্রাজিলের সাও পাওলো রাজ্যের ভিনেদো শহরে একটি বিমান দুর্ঘটনায় ৬২ জন নিহত হয়েছে। উদ্ধারকারী দলগুলি দুর্ঘটনাস্থল থেকে ২১ জনের মৃতদেহ উদ্ধার করেছে। বিমানটি চালাচ্ছিল ভোপাস (Voepass) এয়ারলাইনস। এটিআর ৭২-৫০০ (ATR 72-500) মডেলের টুইন-ইঞ্জিন টার্বোপ্রপটি দক্ষিণের পারানা রাজ্যের কাসকাভেল থেকে সাও পাওলোর গুয়ারুলহোস বিমানবন্দরে যাচ্ছিল। বিমানে ৫৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি উল্লম্বভাবে নিচে নেমে এসে স্পাইরালিং করে ভেঙে পড়ে। বিধ্বস্ত হওয়ার পরে ভূমিতে থাকা কোনো ব্যক্তি আহত হননি। তবে একটি বাড়ির কিছু ক্ষতি হয়েছে।

ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্ঘটনার শিকার ব্যক্তিদের পরিবার এবং বন্ধুদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং সাও পাওলো রাজ্যের গভর্নর তিন দিনের শোক ঘোষণা করেছেন। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ফ্লাইট রেকর্ডারগুলি উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু হয়েছে। 
বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর