লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সীমান্ত শহর নাকুরা এলাকায় তাদের সদরদফতরের একটি গার্ড টাওয়ারে ইসরায়েলি ট্যাংক থেকে গুলি চালানো হয়।
টাওয়ারে হামলায় দুই শান্তিরক্ষী পড়ে যান। সৌভাগ্যক্রমে আঘাত গুরুতর নয়। তবে তারা হাসপাতালেই রয়েছেন। ইউএনআইএফআইএল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
এটি আরও বলছে, লাববুনেহ গ্রামে জাতিসংঘের একটি অবস্থানেও ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে। বাঙ্কারের প্রবেশপথে গুলি লেগেছে। এছাড়া যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শান্তিরক্ষী বাহিনী জানায়, তারা একটি ইসরায়েলি সামরিক ড্রোনকে জাতিসংঘের অবস্থানের ভেতরে বাঙ্কারের প্রবেশদ্বার পর্যন্ত উড়তে দেখেছিল। তারা বলছে, বুধবার ইসরায়েলি সৈন্যরা ইচ্ছা করে গুলি চালায় এবং অবস্থানের নজরদারি ক্যামেরা বিকল করে দেয়।
ইউএনআইএফআইএল বলছে, সীমান্ত এলাকার রাস নাকুরা এলাকায় জাতিসংঘের ১-৩২এ অবস্থানেও ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃত গুলি চালায়। এতে লাইটিং ও রিলে স্টেশন ক্ষতিগ্রস্ত হয়।
ইসরায়েলি সামরিক বাহিনী এ নিয়ে কোনও মন্তব্য করেনি। এ বাহিনী লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর ওপর ব্যাপক হামলা চালাচ্ছে। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ