যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে আটলান্টিক উপকূলে ফেরিঘাট ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পানিতে ভেসে গেছেন অন্তত ২০ জন। নিখোঁজদের সন্ধানে আটলান্টিকে তল্লাশি শুরু করেছে যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনীর জাহাজ।
স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, সে দিন উৎসব উদযাপন করছিলেন সাপেলো দ্বীপের গুল্লাহ গিচি সম্প্রদায়ের লোকেরা। ওই উৎসব চলাকালে এ দুর্ঘটনা ঘটে। গুল্লাহ গিচি সম্প্রদায়ের সদস্যরা দ্বীপটিতে দীর্ঘদিন ধরে নিজেদের ঐতিহ্য ধরে রেখেছেন।
দুর্ঘটনার বিষয়ে ফেরিঘাট পরিচালনাকারী জর্জিয়া প্রাকৃতিক সম্পদ বিভাগের মুখপাত্র টাইলার জোনস বলেন, সাভান্নাহ শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে ফেরিঘাটটি ধসে পড়ে। সে সময় দ্বীপে যাওয়ার অনেকে ফেরির জন্য অপেক্ষা করছিলেন। জীবিতদের উদ্ধার করতে অন্যান্য সংস্থাগুলোর পাশাপাশি আমাদের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে, নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বর্তমানে জর্জিয়ার রাজধানী আটলান্টায় অবস্থান করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে বাইডেন প্রশাসন। যেকোনো ধরনের সহায়তার জন্য প্রস্তাবও দেওয়া হয়েছে।
মার্কিন গণমাধ্যমগুলোর তথ্য বলছে, সাপেলো দ্বীপে যাওয়ার জন্য কেবল নৌকা ও ফেরি ব্যবহার করা হয়। সরকার পরিচালিত ফেরিতে করে দ্বীপটিতে পৌঁছাতে সময় লাগে প্রায় ২০ মিনিট। জর্জিয়া থেকে উত্তর ক্যারোলিনা পর্যন্ত বসবাস করা দ্বীপ সম্প্রদায়গুলোর একটি গুল্লাহ গিচি। দ্বীপের বাসিন্দারা কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের। তাদের বার্ষিক একটি উৎসব উদযাপনের সময় ওই দুর্ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/কেএ