বোমা আতঙ্কে কলকাতাগামী ভারতীয় সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইট ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
আজ বৃহস্পতিবার সকালে রায়পুর বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। ইন্ডিগোর ওই ফ্লাইটটিতে ১৮৭ জন যাত্রীসহ ছয়জন ক্রু ছিলেন।
রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং বলেছেন, বিমানবন্দর কর্তৃপক্ষ বোমা হামলার হুমকি পাওয়ার পরে নাগপুর থেকে কলকাতার উদ্দেশে উড্ডয়ন করা উড়োজাহাজকে সরিয়ে নেওয়া হয়েছে। উড়োজাহাজটি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের বিমানবন্দরে সকাল ৯টার কিছু পরে অবতরণ করে। পরে নিরাপত্তা পরীক্ষার জন্য দ্রুত বিচ্ছিন্ন উপসাগরে নেওয়া হয়।
তিনি আরও বলেন, কারিগরি কর্মীরা এবং বোমা স্কোয়াডের সদস্যরা উড়োজাহাজটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছেন।
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে ধারাবাহিকভাবে একাধিক ভারতীয় বিমান সংস্থার কাছে বোমা হামলার হুমকি পাঠানো হচ্ছে। অভ্যন্তরীণ ফ্লাইট তো বটেই, আন্তর্জাতিক ফ্লাইটেও ছড়ানো হচ্ছে বোমাতঙ্ক। গত দু’সপ্তাহে পাঁচ শতাধিক ফ্লাইটে বোমা থাকার হুমকির তথ্য ছড়িয়েছে।
আর গত সপ্তাহেই কলকাতা বিমানবন্দরে আসা-যাওয়ার অন্তত সাতটি ফ্লাইটে বোমাতঙ্ক ছড়িয়েছে। যদিও পরে দেখা যায়, সব ফ্লাইটেই বোমা রাখার তথ্য ভুয়া।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু
বিডি প্রতিনিধি/জুনাইদ