সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের দুই নেতা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দামেস্কের কুদসায়া এলাকায় ওই হামলা চালানো হয়। শনিবার ইসলামিক জিহাদ-সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনের গাজায় হামাসের পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে ইসলামিক জিহাদ। সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, সিরিয়ায় নিহত দুজন হলেন ইসলামিক জিহাদের রাজনৈতিক ব্যুরোর সদস্য আবদেল আজিজ মিনায়ি ও সংগঠনটির পররাষ্ট্রবিষয়ক প্রধান রামসি আবু ঈসা।
বৃহস্পতিবার সিরিয়ায় ইসলামিক জিহাদের একটি কার্যালয় লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল। এতে দুই নেতার পাশাপাশি সংগঠনটির আরও একজন সদস্য নিহত হন বলে জানিয়েছে সূত্র। হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, তাদের হামলায় একজন নিহত হয়েছেন।
সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দামেস্ক ঘিরে ইসরায়েলের হামলায় ২৩ জন নিহত হন। এর মধ্যে মাজেহ এলাকায় চালানো একটি হামলায় প্রাণ হারান ১৩ জন বেসামরিক মানুষ ও ইরানপন্থী যোদ্ধা। এ ছাড়া রাজধানীর উপকণ্ঠে আরেকটি হামলায় ইসলামিক জিহাদের ১০ সদস্য নিহত হন।
বিডি প্রতিদিন/এমএস