জেল থেকেই দলীয় সমর্থকদের উদ্দেশ্যে অকাট্য বার্তা দিলেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান।
মঙ্গলবার তার মুক্তির দাবিতে রাজধানী ইসলামাদের ডি-চক যখন উত্তাল হয়ে উঠেছে, তখন জেল থেকেই নেতাকর্মীদের উদ্দেশ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনড় থাকুন।”
“দলের প্রতি আমার বার্তা শেষ পর্যন্ত লড়াই করতে হবে, আমরা পিছপা হব না, যোগ করেন।
এ সময় শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান ইমরান খান।
মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ইমরান খান এই বার্তা দেন।
তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, যারা এখনও ডি চকে পৌঁছতে পারেননি, তারা এখনই পথ ধরুন।
ইমরান খান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির নির্দেশে পুলিশ ও রেঞ্জাররা কর্মীরা বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে, কয়েকজনকে হত্যা ও আহত করেছে। এজন্য তাকে জবাবদিহি করতে হবে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ
 
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        