কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাদের দুই সংসদ সদস্যকে ধাক্কা মেরে ফেলে মাথা ফাটিয়ে দিয়েছেন বলে পুলিশে অভিযোগ করেছে বিজেপি। তার এমন আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। একই দিনে বিজেপি
সরকারপক্ষের সংসদ সদস্যকে ধাক্কা মারার অভিযোগ করেছেন মল্লিকার্জুন খাড়গে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সংসদভবন চত্বর ছিল রীতিমতো ঘটনাবহুল। সকাল ১০টার পর থেকে নতুন সংসদ ভবনের মূল প্রবেশপথ মকর দ্বারে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি সংসদ সদস্যরা। তার থেকে কিছুটা দূরে বাবাসাহেব আম্বেডকরকে অমিত শাহ অপমান করেছেন অভিযোগ করে প্রতিবাদ দেখাতে থাকেন কংগ্রেস সংসদ সদস্যরা।
পৌনে ১১টার দিকে কংগ্রেস সংসদ সদস্যরা সিদ্ধান্ত নেন, তারা এবার মকর দ্বার দিয়ে নতুন সংসদ ভবনে ঢুকবেন। রাহুল গান্ধী-সহ কংগ্রেস সংসদ সদস্যরা মকর দ্বারে যান। তারপর সেখানে শুরু হয়
ধাক্কাধাক্কি।
বিজেপির অভিযোগ, ভিতরে ঢোকার জন্য পাশ দিয়ে একটা জায়গা করে রেখেছিলেন নিরাপত্তাকর্মীরা। কিন্তু রাহুল গান্ধী মাঝখান দিয়ে বিজেপি বিক্ষোভকে চিরে ভিতরে ঢোকার চেষ্টা করেন। তখনই ধাক্কাধাক্কি শুরু হয়। রাহুল বিজেপি সংসদ সদস্য মুকেশ সেনাপতিকে ধাক্কা দেন। তিনি পড়ে যান বর্ষীয়ান সংসদ সদস্য প্রতাপ ষড়ঙ্গীর উপর। একজনের মাথার পিছনে, অন্যজনের মাথার সামনে আঘাত লাগে। রক্ত পড়তে থাকে।
রাহুল তখন ষড়ঙ্গীকে দেখতে তার কাছে যান। সেসময় বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে চিৎকার করে বলেন, ‘রাহুল, আপনার এরকম ব্যবহার করার জন্য লজ্জা পাওয়া উচিত।’ রাহুল বলেন, তাকেই ধাক্কা দেয়া হয়েছিল।
বিজেপির দুই আহত সংসদ সদস্যকে রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান, দু’জনের মাথায় চোট আছে।
স্পিকার ওম বিড়লা সংসদ সদস্যদের দেখতে হাসপাতালে যান। প্রধানমন্ত্রী ফোন করে তাদের খবর নেন।
পরে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অনুরাগ ঠাকুর, বাঁসুরী স্বরাজ ও হেমাঙ্গ জোশী পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে রাহুলের বিরুদ্ধে অভিযোগ জানান। অনুরাগ জানিয়েছেন, রাহুলের বিরুদ্ধে সংসদ সদস্যদের নিগ্রহ করা, উসকানি দেয়ার অভিযোগ করা হয়েছে। কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট, খুনের চেষ্টার ধারাও প্রথমে যোগ করা হয়েছিল। পরে তা প্রত্যাহার করা হয়। এই অভিযোগে রাহুলকে গ্রেফতার করার ক্ষমতা পুলিশের আছে।
নাগাল্যান্ডের বিজেপি সংসদ সদস্য ফাংনন কনিয়াক রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে লিখিত অভিযোগ করে বলেছেন, রাহুল গান্ধী তার খুব কাছাকাছি চলে এসেছিলেন। এর ফলে তার খুবই অস্বস্তি হচ্ছিল। রাহুল চিৎকার করে দুর্ব্যবহার করেছেন বলেও তার অভিযোগ। ধনখড় জানিয়েছেন, তিনি অভিযোগ খতিয়ে দেখে তার সিদ্ধান্তের কথা জানাবেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘আপনাদের ক্যামেরায় সবকিছু নিশ্চয়ই ধরা আছে। আমি সংসদ ভবনের ভিতরে ঢুকতে গেছিলাম। বিজেপি সংসদ সদস্য আমাকে থামিয়ে দেয়ার চেষ্টা করে। তারা আমাকে ধাক্কা মারে। হুমকি দেয়। তাই এটা হয়েছে। ওটা সংসদ ভবনে ঢোকার দরজা। সংসদ ভবনে ঢোকার অধিকার আমাদের আছে। বিজেপি সংসদ সদস্যরা আমাদের ভিতরে ঢুকতে দিতে চায়নি। মূল ঘটনা হলো, ওরা সংবিধানকে আক্রমণ করছে,আম্বেডকরজিকে অপমান করছে।’
সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, ‘কংগ্রেসসহ ইন্ডিয়া জোটের দলগুলি অম্বেডকরকে অপমান করার জন্য অমিত শাহের পদত্যাগের দাবি জানাচ্ছিল। আর বিজেপি সেই দাবি থেকে নজর সরানোর জন্য এই কাজ করলো। আমরা শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম। বিজেপি সংসদ সদস্যরা দরজা জুড়ে দাঁড়িয়েছিল। ওরা আমাদের ভিতরে ঢুকতে দিতে চায়নি।’
কংগ্রেসের অভিযোগ, বিজেপি সংসদ সদস্যরা কংগ্রেস সভাপতি ও দলিত নেতা মল্লিকার্জুন খাড়গেকে ধাক্কা মেরে ফেলে দেয়। খাড়গে সিঁড়িতে বসে পড়েন। তিনি পায়ে আঘাত পেয়েছেন।
সূত্র : ডয়চে ভেলে।
বিডি-প্রতিদিন/বাজিত