ইরানের প্রতিরক্ষামন্ত্রী দেশটির সশস্ত্র বাহিনীর সক্ষমতার বিশেষ করে বিমান প্রতিরক্ষা এবং নৌ যুদ্ধক্ষেত্রে, উচ্চতর অবস্থানের প্রশংসা করেছেন।
ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ সোমবার দেশটির সেনাবাহিনীর কমব্যাট অর্গানাইজেশনে প্রায় ১,০০০ উন্নত মানবহীন বিমানবাহী যান (ইউএভি) যোগদানের প্রক্রিয়া উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন।
তিনি বলেন, "আজ কমব্যাট অর্গানাইজেশনে যোগদানকারী ড্রোনগুলি ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীতে এমন ক্ষমতা তৈরি করেছে, যা প্রয়োজনে আকাশকে তার নিয়ন্ত্রণে আনতে এবং শত্রুদের উপর মারাত্মক আঘাত করতে সক্ষম।"
তিনি ইসলামী প্রজাতন্ত্রের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বক্তব্যের উপর জোর দেন। যেখানে খামেনি মুসলিম জাতিকে তাদের প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক সরঞ্জাম দিয়ে যথাযথভাবে সজ্জিত করার জন্য প্রতিরক্ষা শিল্পের কর্তব্যের উপর জোর দিয়েছে।
নাসিরজাদেহ বলেন, বিভিন্ন সামরিক মহড়ার সময় প্রদর্শিত অস্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার খুব সামান্য অংশই ছিল। তিনি বলেন, “আমাদের কাছে কিছু আশ্চর্যজনক সরঞ্জাম রয়েছে, যা প্রয়োজনে আমাদের সশস্ত্র বাহিনী মোতায়েন করবে।”
বিডি প্রতিদিন/নাজমুল