এবার ইউক্রেন যুদ্ধের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেই দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য ক্ষমতার ভারসাম্যহীনতার কথা উল্লেখ করে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে যাওয়া ঠিক হয়নি।
ট্রাম্প বলেন, "জেলেনস্কি অনেক বড়, অনেক বেশি শক্তিশালী একটি সত্তার সাথে লড়াই করছিলেন। তার এটা করা উচিত হয়নি, কারণ আমরা একটি চুক্তি করতে পারতাম"।
ট্রাম্প দাবি করেছেন, জেলেনস্কির পুতিনের সাথে একটি চুক্তি করা উচিত ছিল। তিনি বলেন, "আমি সহজেই সেই চুক্তি করতে পারতাম। তবে জেলেনস্কি সিদ্ধান্ত নিয়েছিলেন যে 'আমি লড়াই করতে চাই।'"
ট্রাম্প দাবি করেছেন, জেলেনস্কির প্রতিরোধের সিদ্ধান্ত ভুল ছিল। এই দৃষ্টিভঙ্গি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত। যিনি ধারাবাহিকভাবে ইউক্রেনের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছিলেন। আক্রমণের প্রতিক্রিয়ায় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।
ইউক্রেন-রাশিয়া সংঘাতের ফলে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। আনুমানিক লক্ষ লক্ষ লোক নিহত হয়েছে। পরিস্থিতির তীব্রতা সত্ত্বেও ট্রাম্প জেলেনস্কির নেতৃত্ব সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি পরামর্শ দিয়েছেন, যুদ্ধ সংঘটিত হওয়া থেকে তার বিরত থাকা উচিত ছিল। তবে, তিনি আরও যোগ করেছেন যে রাশিয়া যদি "শীঘ্রই এই যুদ্ধের মীমাংসা" না করে, তাহলে আমেরিকা রাশিয়ার উপর "বড় শুল্ক" এবং "বড় নিষেধাজ্ঞা" আরোপ করবে।
বিডি প্রতিদিন/নাজমুল