ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের এক মুখপাত্র গাজা উপত্যকার উত্তরে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের ফিরে আসার প্রশংসা করেছেন। তার দাবি, ইসরায়েল পুরোপুরি পরাজিত হয়েছে।
সোমবার রাতে সামি আবু জুহরি বলেন, “[ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন] নেতানিয়াহু গাজার বিরুদ্ধে যুদ্ধের সময় যে ঘোষণা দিয়েছিলেন তা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন এই সত্যের স্পষ্ট প্রকাশ।”
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে যে তিন লাখের বেশি মানুষ দক্ষিণ গাজা থেকে উত্তরে প্রবেশ করেছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা একসময় বন্ধ থাকা নেতজারিম করিডোর অতিক্রম করেছে এবং ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িতে ফিরে এসেছে।
গাজার সরকারি মিডিয়া অফিসের একজন কর্মকর্তা বলেছেন, উত্তরে ফিরে আসা বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়ার জন্য কমপক্ষে এক লাখ ২০ হাজার তাঁবু প্রয়োজন।
আবু জুহরি উল্লেখ করেছেন, হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি এবং ইসরায়েলি বন্দীদের জন্য ফিলিস্তিনি বন্দী বিনিময় চুক্তিকে সম্মান করা ছাড়া নেতানিয়াহুর আর কোন বিকল্প নেই।
তিনি ইসরায়েলি নেতার এই সতর্কবাণীকে ফাঁকা বুলি বলে উড়িয়ে দিয়েছেন। বন্দী বিনিময় এবং যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ ব্যর্থ হলে তেল আবিব সরকার গাজায় আবার যুদ্ধে লিপ্ত হবে, জোর দিয়ে বলেছেন যে এই ধরনের মন্তব্য অভ্যন্তরীণ ব্যবহারের জন্য করা হয়েছে।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, "মধ্যস্থতাকারীরা গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরু করার জন্য যাচাইকরণ প্রক্রিয়া শুরু করেছে। আমাদের কাছে তথ্য আছে যে যুক্তরাষ্ট্র দ্বিতীয় ধাপ এগিয়ে নিতে ইচ্ছুক। আমরা গাজা যুদ্ধবিরতি চুক্তির সমস্ত শর্ত সফলভাবে পালন করতে এবং যা সম্মত হয়েছে তা বাস্তবায়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত।"
বিডি প্রতিদিন/নাজমুল