সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, শুক্রবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে মধ্যপ্রাচ্যের ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন।
তারা তাদের দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।
রুবিওকে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে এসেছেন।
সৌদি আরব ট্রাম্পের সাথে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। এরইমধ্যে সৌদি আরব ট্রাম্পের চার বছরে যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে।
জানা গেছে, সৌদি সফর দিয়েই নিজের রাষ্ট্রীয় সফর শুরু করতে পারেন ট্রাম্প।
বিডি প্রতিদিন/নাজমুল