গাজায় ১৫ বন্দী মাস থাকার পর সম্প্রতি মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মি কিথ সিগেল বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বন্দী অবস্থায় তার সকল চাহিদা পূরণ করেছেন। তার সাথে ভালো আচরণ করা হয়েছে।
শনিবার মুক্তি পাওয়া তিন বন্দীর মধ্যে মার্কিন-ইসরায়েলি দ্বৈত নাগরিকত্বপ্রাপ্ত সিগেলও ছিলেন। মুক্তির আগে সিগেল "আল-কাসামকে সবকিছুর জন্য ধন্যবাদ" জানিয়ে একটি বিদায়ী ভিডিও বার্তা রেকর্ড করেন। যেখানে তিনি বলেন, "গত ১৫ মাস ধরে আপনারা আমাদের সাথে ভালো ব্যবহার করেছেন।"
হামাসের সামরিক বাহিনী আল-কাসাম ব্রিগেড রবিবার ভিডিওটি প্রকাশ করে।
এতে তিনি বলেন, "এই সময়ে আমাকে পাহারা দেওয়া যোদ্ধারা আমার সমস্ত চাহিদা পূরণ করেছে, যার মধ্যে রয়েছে খাবার, পানীয়, ওষুধ, ভিটামিন, চোখের চিকিৎসা, রক্তচাপ মনিটর এবং অন্যান্য চাহিদা।"
সিগেল বলেন, প্রতিরোধ যোদ্ধারা "আমার স্বাস্থ্যের জন্য উপযুক্ত খাবার, তেল ছাড়া নিরামিষ খাবার আনার বিষয়টি নিশ্চিত করেছে।"
তিনি আরও বলেন, "হামাস সদস্যরা আমার সাথে ভালো আচরণ করেছে।"
মুক্তিপ্রাপ্ত এই জিম্মি তেল আবিবের সমালোচনাও করেছেন। তিনি বলেছেন, "বন্দীদের ফেরত পাঠানো এবং যুদ্ধ শেষ করার জন্য যা প্রয়োজন ছিল করেনি ইসরায়েল সরকার। ফলে অনেক হতাহত এবং উভয় পক্ষের অতিরিক্ত ক্ষতি হয়েছে।"
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল