সুইডেনের মধ্যাঞ্চলে একটি বয়স্ক শিক্ষাকেন্দ্রে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে দেশটির রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে এই ঘটনা ঘটে।
পুলিশ বলছে, গুলির ঘটনার পর লোকজনকে ওই এলাকা থেকে দূরে থাকার জন্য সতর্কও করা হয়েছে। আহতদের অবস্থা কতটা গুরুতর তা রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। তবে কোনও পুলিশ কর্মকর্তা আহত হননি।
হামলার শিকার ওই শিক্ষাকেন্দ্রে যারা সময় মতো প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি, তাদের পড়ানো হয়।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এই ঘটনাকে আপাতত হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ এবং অস্ত্র–সংক্রান্ত গুরুতর অপরাধ বলে মনে করা হচ্ছে। নিরাপত্তার খাতিরে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ
 
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        