যুক্তরাষ্ট্রের কাছ থেকে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে ভারত। এছাড়াও ভারতের ক্রয়ের তালিকায় রয়েছে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বৈঠকে মিলিত হয়।
নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ভারতকে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করতে যাচ্ছে। যার মধ্যে অত্যাধুনিক এফ-৩৫ স্টেলথ ফাইটার জেটও রয়েছে।
ট্রাম্প-মোদি এই বৈঠকে বাণিজ্য, অভিবাসন এবং নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে নিরাপত্তা বিষয়টি আলোচনার শীর্ষে ছিল।
মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, দু’টি দেশ নিরাপত্তা বিষয়ে একসঙ্গে কাজ করবে, বিশেষ করে সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায়। এসময় তিনি বলেন, আমরা ভারতকে এফ-৩৫ স্টেলথ ফাইটার সরবরাহ করার পথ তৈরি করছি।
ট্রাম্প আরও বলেন, একটি বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারত যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল ও গ্যাস আমদানি করবে। এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি কমাতে সাহায্য করবে।
এফ-৩৫ এর মতো মার্কিন সামরিক সরঞ্জাম বিক্রিকে সরকার-থেকে-সরকার চুক্তি হিসেবে ধরা হয়, যেখানে পেন্টাগন একটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। ২০০৮ সাল থেকে ভারত ২০ বিলিয়ন ডলারের বেশি মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম কেনার চুক্তি করেছে বা সরবরাহ নিয়েছে।
সূত্র : রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত