ইসরায়েলের নবনিযুক্ত চিফ অফ স্টাফ ইয়াল জামির গুরুত্বপূর্ণ সামরিক চ্যালেঞ্জের রূপরেখা তুলে ধরেছেন। বিজয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি। তিনি ২০২৫ সালকে ইরান ও গাজার সাথে সামরিক সংঘাতের সম্ভাব্য সময়সূচিও প্রকাশ করেছেন।
মধ্যপ্রাচ্যে কৌশলগত বি-৫২ বোমারু বিমানসহ আমেরিকান, ব্রিটিশ এবং ইসরায়েলি বিমানের যৌথ মহড়ার মাত্র দুই দিন পর বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন।
ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে জমিরের এই বক্তব্য এসেছে। যেখানে আমেরিকা তেহরান এবং ইসরায়েলের উপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে ইরানের বিরুদ্ধে একটি বড় সামরিক হামলার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েল বলেছে, যে যেকোনো সম্ভাব্য হামলার দায় তাদের এককভাবে নেওয়া উচিত নয় বরং বাস্তব মার্কিন সমর্থন পাওয়া উচিত।
আমেরিকান গণমাধ্যমে প্রকাশিত একটি চিঠির মাধ্যমে এই অবস্থান আরও জোরদার করা হয়েছে। যেখানে ৭৭ জন অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল এবং অ্যাডমিরাল স্বাক্ষর করেছেন। যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যেকোনো সম্ভাব্য ইসরায়েলি সামরিক পদক্ষেপকে সমর্থন করার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে সতর্ক করা হয়েছে যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতার কাছাকাছি পৌঁছে যাচ্ছে।
সূত্র: আওসাত নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল