মুসলিম ও আফ্রিকার কয়েকটি দেশসহ মোট ১০ দেশের ওপর নতুন করে ‘ট্র্যাভেল ব্যান’ জারির পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশগুলো হলো কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা, ইয়েমেন ও আফগানিস্তান।
হোয়াইট হাউসের সূত্র জানায়, তালিকা আরও বাড়তে পারে এবং ২১ মার্চের পর নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। ‘লাল তালিকা’ভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ কঠিন হবে। ট্যুরিস্ট ও বিজনেস ভিসা সীমিত করা হবে, ইমিগ্রেশন ভিসার আবেদনকারীদের জন্য কঠোর নিয়ম আসবে।
এছাড়া, ‘অরেঞ্জ’ ও ‘ইয়েলো’ ক্যাটাগরিতে আরও কিছু দেশ অন্তর্ভুক্ত হবে। ‘অরেঞ্জ’ দেশগুলোর নাগরিকরা শুধু ব্যবসায়িক কারণে স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে আসতে পারবেন। ‘ইয়েলো’ ক্যাটাগরির দেশগুলোকে ৬০ দিনের মধ্যে নিরাপত্তাবিষয়ক শর্ত পূরণ করতে হবে।
ট্রাম্প তার প্রথম মেয়াদেও মুসলিমপ্রধান দেশগুলোর ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিলেন, যা আইনি লড়াইয়ের পরও টিকে ছিল। প্রেসিডেন্ট বাইডেন সেই আদেশ বাতিল করেছিলেন। এবারও নিষেধাজ্ঞার বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলো প্রতিবাদের ঘোষণা দিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল