পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে পঞ্চম দফার পরোক্ষ আলোচনায় অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোম রওয়ানা হয়েছেন। শুক্রবার ভোরের দিকে তিনি তেহরান থেকে ইতালির রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করেন। যেখানে তিনি ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়িদ বদর আল-বুসাইদির মধ্যস্থতায় মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে সাক্ষাৎ করবেন।
আরাঘচির সাথে একটি উচ্চপদস্থ প্রতিনিধিদল রয়েছে, যার মধ্যে আইনি, রাজনৈতিক, ব্যাংকিং এবং আর্থিক বিশেষজ্ঞরাও অন্তর্ভুক্ত। প্রতিনিধিদলে রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি, আইনি ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেমে ঘারিবাবাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং অন্যান্য কূটনীতিক ও বিশেষজ্ঞ রয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টায় ইতালির রাজধানীতে ইরান-মার্কিন আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
রোমের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে আরাঘচি ইসলামিক প্রজাতন্ত্রের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার সংকল্প পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, যদি মার্কিন পক্ষ ইরানের সমৃদ্ধকরণের বৈধ অধিকারকে শূন্যে নামিয়ে আনার অতিরিক্ত দাবিতে অটল থাকে, তাহলে কোনো চুক্তি হবে না।
আরাঘচি এক্স-এ লিখেছেন, যুক্তরাষ্ট্রের সাথে পঞ্চম দফার পরোক্ষ আলোচনার জন্য রোম যাত্রা করছি। একটি চুক্তির পথ খুঁজে বের করা খুব কঠিন কাজ নয়। শূন্য পারমাণবিক অস্ত্র হিসেবে আমাদের একটি চুক্তি আছে। শূন্য সমৃদ্ধকরণ বিষয়ে আমাদের চুক্তি নেই।
এই আলোচনা এমন এক সময়ে হচ্ছে যখন ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার উপর জোর দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র একটি চুক্তির মাধ্যমে ইরানের সমৃদ্ধকরণ ক্ষমতা সীমিত করতে চাইছে। ওমানের মধ্যস্থতা এবং উচ্চপদস্থ প্রতিনিধিদলের উপস্থিতি এই আলোচনার গুরুত্ব তুলে ধরে।
বিডি প্রতিদিন/নাজমুল