ইরাকের রাজধানী বাগদাদের প্রধানত শিয়া অধ্যুষিত এলাকায় আজ ৬টি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৯ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এসব হামলায় আরো অনেকে আহত হয়েছেন। ইরাকি শিয়াদের প্রধান ধর্মীয় নেতা ইমাম আলী [র.] এর জন্মদিন পালনের সময় এসব গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আজ সকালের দিকে বাগদাদের সদর সিটি এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। এতে ৪ ব্যক্তি মারা যান ও ৬ জন আহত হন। সদর সিটির অন্য একটি অংশে আরেকটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়ে ২ জন নিহত ও ৭ জন আহত হন।
এ দুটি গাড়ি বোমা হামলার কিছু সময় পর বাগদাদের জামিলা এলাকার একটি বাণিজ্যিক সড়কে আরেকটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়ে ৩ ব্যক্তি নিহত হন। এতে আরো ১০ জন আহত হয়েছেন। বাগদাদের পূর্বে একটি ট্রাফিক পুলিশ বক্সের কাছে চতুর্থ গাড়ি বোমাটি বিস্ফোরিত হয় বলে পুলিশ জানায়। এতে একজন ট্রাফিক পুলিশসহ তিন জন মারা যান। এ ঘটনায় আরো ৭ ব্যক্তি আহত হয়েছেন।
পঞ্চম বোমাটি বাগদাদের কেন্দ্রস্থলের একটি চত্বরে বিস্ফোরিত হয়। এতে ২ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন বলে পুলিশ জানায়। আর সর্বশেষ ও ৬ষ্ঠ গাড়ি বোমাটি বাগদাদের পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত উর এলাকার একটি বাণিজ্যিক রাস্তায় বিস্ফোরিত হলে এতে ৫ ব্যক্তি নিহত ও ১১ জন আহত হয়েছেন।
জাতিসংঘের এক হিসাবে, ২০১৩ সালে বিভিন্ন হামলায় ইরাকে ৮,৮৬৮ জন নিহত হয়েছেন। ২০০৭ ও ২০০৮ সালে জাতিগত সহিংসতায় ব্যাপক রক্তপাতের পর এটিই হচ্ছে দেশটিতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা।