বাল্যবিবাহ ক্রমাগত ভয়ঙ্কর সমস্যার আকার নিচ্ছে। প্রত্যেক বছর বিশ্বের প্রায় দেড় কোটি নাবালিকার বিয়ে হয়ে যায়। কোনো ব্যবস্থা না নেয়া হলে ২০৫০ সালের মধ্যে ১২০ কোটি নাবালিকার বিয়ে হয়ে যাবে। নাইজার, বাংলাদেশ ও ভারতে এই সংখ্যাটা সব থেকে বেশি।
তাই এই সমস্যার দ্রুত সমাধান চেয়ে এবার বিভিন্ন দেশের সরকারের কাছে বার্তা পাঠাল জাতিসংঘ।
পাশাপাশি, বিয়েতে বাধ্য করার ঘটনাও কমাতে হবে বলে উল্লেখ করেছে শিশুদের অধিকার সংক্রান্ত স্বেচ্ছাসেবী সংস্থাগুলির তরফ থেকে। এইসব দেশের সরকারকে তাই জাতিসংঘের তরফ থেকে বিশেষ নির্দেশ দেয়া হয়েছে।বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৪/জান্নাত