সোমবার, ৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

খ্রিস্টান ধর্মে অন্তর্ভুক্ত হলেন রাজকন্যা শার্লট

খ্রিস্টান ধর্মে অন্তর্ভুক্ত হলেন রাজকন্যা শার্লট

ব্রিটিশ রাজসিংহাসনের চতুর্থ উত্তরাধিকারী রাজকন্য শার্লট এলিজাবেথ ডায়নাকে আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট করা হলো। পূর্বাঞ্চলীয় ব্রিটেনের স্যান্ডরিংহ্যাম এস্টেটে অবস্থিত সেন্ট ম্যারি মাগদালেন চার্চে এক অনুষ্ঠানে গতকাল রবিবার এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ব্রিটিশ রাজপুত্র প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন তাদের দ্বিতীয় সন্তান শার্লটকে নিয়ে চার্চে হাজির হয়েছিলেন। রাজকন্যার বড় ভাই প্রিন্স জর্জও তখন বাবা-মায়ের সঙ্গে ছিলেন।

কান্টেরবারির আর্চবিশপ জাস্টিন ওয়েল্ব রাজকন্যা শার্লটের খ্রিস্টান ধর্মে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিকতা পরিচালনা করেন। প্রিন্স জর্জের বেলায়ও এ অানুষ্ঠানিকতা সেরেছিলেন আর্চবিশপ জাস্টিন।

উল্লেখ্য, চলতি বছরের ২ মে জন্মগ্রহণ করেন উইলিয়াম ও কেট দম্পতির দ্বিতীয় সন্তান শার্লট।  খবর রয়টার্সের 

বিডি-প্রতিদিন/৬ জুলাই ২০১৫/শরীফ

সর্বশেষ খবর