রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

হিজবুল নেতা হত্যা নিয়ে উত্তপ্ত কাশ্মীর পুলিশের গুলিতে নিহত ৮

দীপক দেবনাথ, কলকাতা

হিজবুল নেতা হত্যা নিয়ে উত্তপ্ত কাশ্মীর পুলিশের গুলিতে নিহত ৮

হিজবুল নেতা আবদুল বুরহান ওয়ানি

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হিজবুল মুজাহিদিন জঙ্গি আবদুল বুরহান ওয়ানি (২১) নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছে ভারতের জম্মু-কাশ্মীর। কাশ্মীর উপত্যকা জুড়ে জারি কড়া নিরাপত্তার মধ্যেই প্রাণ গেল ৮ জনের। আহত হয়েছে প্রায় শতাধিক পুলিশ সদস্য। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কোকরনাগ এলাকায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হয় ওয়ানি। সেনাবাহিনীর মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় ছিল ওয়ানি। ওয়ানির ওপর ১০ লাখ রুপি আর্থিক পুরস্কারও ঘোষণা করেছিল সরকার। ওয়ানির নিহত হওয়ার পর শুক্রবার রাত থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওয়ানির মৃত্যুর প্রতিবাদে গতকাল কাশ্মীরে হরতালের ডাক দেয় হুরিয়ত কনফারেন্স। এ অবস্থায় কাশ্মীরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কড়া ব্যবস্থা নিয়েছিল মেহবুবা মুফতির সরকার। উত্তেজনার কথা মাথা রেখে অনেক এলাকায় কারফিউ জারি করা হয়েছিল। কিন্তু গতকাল সকাল থেকেই ক্ষোভে ফুঁসতে থাকে গোটা কাশ্মীর উপত্যকা। কারফিউর মধ্যেই ওয়ানির লাশ নিয়ে রাস্তায় নামে কয়েক হাজার বাসিন্দা। চলে ভারত বিরোধী স্লোগান। কুলগামে বিজেপির অফিসকে লক্ষ্য করে হামলা চালায় বিক্ষোভকারী। এ সময় রাজধানী শ্রীনগরের একাধিক জায়গায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। সেখানে পুলিশের গুলিতে নিহত হয় ৮ জন বিক্ষোভকারী। প্রায় ৯৪ জন পুলিশ সদস্যও আহত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর