যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহও পার হয়নি। এর মধ্যেই অভিবাসন, শরণার্থী, সুপ্রিম কোর্টে আইনজীবী নিয়োগ ও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ইস্যুতে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। লক্ষণীয় হলো, আমেরিকান ভোটারদের একটা বড় অংশ এর মধ্যেই ট্রাম্পকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতা থেকে উত্খাতের কথা ভাবতে শুরু করেছেন। সেইসঙ্গে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাকে ফের ক্ষমতায় দেখার ইচ্ছা ব্যক্ত করেছেন সংখ্যাগরিষ্ঠ আমেরিকান। নর্থ ক্যারোলিনাভিত্তিক জনমত জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘পাবলিক পলিসি পোলিং’র এক নতুন জরিপে এ তথ্য উঠে আসে। গত ৩০ ও ৩১ জানুয়ারি ৭২৫ জন নিবন্ধিত ভোটারের ওপর জরিপটি চালানো হয়। এতে দেখা যায়, ৪০ শতাংশ ভোটার ট্রাম্পকে অভিশংসনের পক্ষে মত দিয়েছেন। আর ৪৮ শতাংশ ভোটার অভিশংসনের বিপক্ষে। এক সপ্তাহ আগে পরিচালিত এক জরিপে ৩৫ শতাংশ ভোটার ট্রাম্পকে অভিশংসন করানোর পক্ষে মত দিয়েছিলেন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে ৪০ শতাংশে দাঁড়িয়েছে। সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা ও সিরীয় শরণার্থীদের বিরুদ্ধে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞার বিষয়টিও জরিপে তুলে আনা হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের বেশিরভাগই এ দুটি ইস্যুতে ট্রাম্পের নীতির বিপক্ষে ভোট দিয়েছেন। জরিপে দেখা যায়, ৪৭ শতাংশ ভোটার যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পক্ষে মতামত দিলেও ৪৯ শতাংশ এর বিপক্ষে। আর সিরীয় শরণার্থীদের অনির্দিষ্টকাল গ্রহণ না করা সংক্রান্ত ট্রাম্পের সিদ্ধান্তকে ৪৩ শতাংশ ভোটার সমর্থন করে। তবে ৪৮ শতাংশ এর বিপক্ষে মত দিয়েছেন। যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্বাহী আদেশটি সম্পাদনের ক্ষেত্রে ট্রাম্পের যোগ্যতা নিয়েও বিভক্ত আমেরিকানরা। নতুন প্রেসিডেন্ট বিষয়টি যথাযথ দক্ষতার সঙ্গে সম্পাদন করেছেন বলে মাত্র ৩৯ শতাংশ ভোটারের মত। তবে ৫৫ শতাংশ মনে করেন, ট্রাম্প এক্ষেত্রে দুর্বল নেতৃত্বের প্রমাণ দিয়েছেন। এদিকে, জরিপে অংশগ্রহণকারীদের ৫২ শতাংশ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে ফের দেশটির প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। অবশ্য মার্কিন সংবিধান অনুসারে তা অসম্ভব কারণ কেউ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেন না। আর মাত্র ৪৩ শতাংশ ভোটার ট্রাম্প ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকায় খুশি বলে অভিমত ব্যক্ত করেছেন। তবে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের মাত্র দুই সপ্তাহের মধ্যেই ট্রাম্পের এ জনপ্রিয়তা দেশটির ইতিহাসে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন পাবলিক পলিসি পোলিংয়ের প্রেসিডেন্ট ডিন দেবনাম।’ পিটিআই
শিরোনাম
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন