বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফিলিস্তিনে বসতি স্থাপনে বৈধতা দিয়ে আইন পাস ইসরায়েলের

ফিলিস্তিনের পশ্চিম তীরে ব্যক্তি মালিকানাধীন জমিতে চার হাজার ইহুদি বসতি স্থাপনের বৈধতা দিয়ে একটি আইন পাস হয়েছে ইসরায়েলের পার্লামেন্টে। এ সংক্রান্ত প্রস্তাবটিতে পার্লামেন্টের ৬০ সদস্যের মধ্যে ৫২ জন ‘হ্যাঁ’ ভোট দেন। নতুন এ প্রস্তাবে পশ্চিম তীরে বসতি নির্মাণের জন্য অধিকৃত ফিলিস্তিনি জমির মালিকদের অর্থ কিংবা বিকল্প জমি দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে।

ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পর গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি এলাকায় বসতি স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, প্রস্তাবটি পাসের মাধ্যমে ইসরায়েল তাদের জমি চুরিকে বৈধ করল এবং এটি সেখানে রাজনৈতিক সমাধানের পথকে রুদ্ধ করে দেবে। বিবিসি

সর্বশেষ খবর