শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সৈকতে তিন শতাধিক তিমির মৃত্যু

কয়েকদিন ধরেই তিমির আনাগোনা ছিল নিউজিল্যান্ডের গোল্ডেন বে সমুদ্র সৈকতে। কিন্তু গতকল সকালে সৈকতের তীরে একসঙ্গে আচড়ে পড়ে ৪০০-এর বেশি তিমি। এরমধ্যে তিন শতাধিক তিমিকে ইতিমধ্যে মৃত ঘোষণা করা হয়েছে। বাঁচানোর চেষ্টা চলছে বাকিদের। নিউজিল্যান্ডের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার এ রকম ঘটনা ঘটল। এতগুলো তিমির মৃত্যুতে উদ্বিগ্ন প্রাণী বিজ্ঞানীরা। নিউজিল্যান্ডে এ দৃশ্য অবশ্য একেবারে নতুন নয়। প্রতি বছরই নিউজিল্যান্ডের সমুদ্রসৈকতে একাধিক তিমি আটকে পড়ে। কিন্তু এতগুলো তিমি এক সঙ্গে আটকে পড়ার ঘটনা এর আগে খুব একটা ঘটেনি।

কেন এমন হয়? বিজ্ঞানীরা জানাচ্ছেন, তিমি বা ডলফিনের মধ্যেই এ ধরনের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। এমন ব্যবহারের  কোনো নির্দিষ্ট কারণ   সম্বন্ধে এখনো নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা।  এএফপি

সর্বশেষ খবর