মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

অভিবাসীদের ওপর ফের খড়গ ট্রাম্প প্রশাসনের

অভিবাসন নিয়ে একাধিকবার আদালতে হোঁচট খাওয়ার পরও দমেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার অভিবাসনবিষয়ক নীতি নতুন করে সাজানোর আয়োজন শেষ করে এনেছেন ট্রাম্প। এ জন্য বেশ কিছু নীতির একটি তালিকা তার প্রশাসন পাঠিয়েছে কংগ্রেসে। একে ইংরেজিতে বলা হচ্ছে ‘উইশ-লিস্ট’। বলা হচ্ছে, এতে তিনি যেসব নীতি গ্রহণের কথা বলেছেন তাতে ঝুঁকিতে পড়বেন কয়েক লাখ তরুণ অভিবাসী। এই তালিকায় থাকা অবৈধ তরুণ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হতে পারে। অবৈধভাবে শিশু অবস্থায় যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল এমন কয়েক লাখ মানুষকে ফেরত পাঠানো বন্ধের জন্য যারা কাজ করছিলেন ট্রাম্প প্রশাসনের এমন উদ্যোগের ফলে তা ভেস্তে যেতে পারে। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সর্বশেষ খবর