বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন

পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন

বছরখানেক আগে যা ভাবাই যেত না। কোরীয় উপদ্বীপে পরমাণু অস্ত্রের ঝনঝনানি। এক বছরেই তা পাল্টে গেছে। গতকাল সকালে  উত্তরের রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। তাকে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন, তার স্ত্রী রি সোল জু ও ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান। গাড়িতে প্রেসিডেন্ট প্রাসাদে যাওয়ার সময় তাদের অকৃত্রিম হাসি ছড়িয়ে পড়ে। এ সময় রাস্তার দুই ধারে উত্তর কোরিয়ার কয়েক শ নারী-পুরুষ পতাকা নেড়ে, ফুল হাতে দক্ষিণের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। মুনের এ সফরেই উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের প্রকল্প থেকে সরে দাঁড়াবে বলে জল্পনা চলছে। উত্তেজনা কমানো ও সশস্ত্র সংঘাত এড়াতে সামরিক চুক্তির পাশাপাশি আজ কিম ও মুন একটি যৌথ বিবৃতি দেবেন বলেও আশা করা হচ্ছে। আগামীকাল মুনের উত্তর কোরিয়া ছাড়ার কথা রয়েছে। মুনের সফরসঙ্গী হিসেবে বেশ কয়েকজন করপোরেট কর্তাও পিয়ংইয়ং গেছেন। এর মধ্যে স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান জে ওয়াই লি এবং এস কে ও এলজি গ্রুপের প্রধানরা রয়েছেন— এএফপি

সর্বশেষ খবর