শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ট্রাম্পের অন্য সুর

সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার

সপ্তাহ দুয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন চার মাসের মধ্যে তিনি সিরিয়া থেকে তার দেশের সব সৈন্য প্রত্যাহার করবেন। তার উপদেষ্টা বা মিত্র কারও সঙ্গে কথা না বলেই এই ঘোষণা দেন। কিন্তু তার এই ঘোষণায় বিরক্ত হয়ে তার প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগ করেন। কিন্তু ১২০ দিনে সৈন্য প্রত্যাহারের যে হঠাৎ ঘোষণা দিয়েছিলেন তা থেকে সরে এসেছেন। নতুন বছরে এসে বলছেন ধীরে ধীরে ‘নির্দিষ্ট সময় ধরে’ সিরিয়া থেকে মার্কিন সৈন্যদের প্রত্যাহার করা হবে। সৈন্য প্রত্যাহার করা হলেও সিরিয়ার যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি যোদ্ধাদের রক্ষা করা হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠক চলাকালে তিনি এসব কথা বলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর