সন্ত্রাসবাদ দমনে কড়া পদক্ষেপ নিতে এবং সন্ত্রাসবাদীদের মদদকারীদের ওপর চাপ সৃষ্টির ব্যাপারে সহমত পোষণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারত সফররত সৌদি যুবরাজ মোহাম্মদ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। পাকিস্তানের নাম না নিয়ে এই দুই নেতা সন্ত্রাসের অবকাঠামো উপড়ে ফেলার পাশাপাশি সন্ত্রাসবাদী ও তাদের মদদদাতাদের কঠোর শাস্তি দেওয়ার বিষয়েও একমত হয়েছেন। গতকাল নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন থেকে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে থাকার বার্তা দিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ সালমান বলেন, ‘বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদ আমাদের উভয়েরই সবচেয়ে উদ্বেগের বিষয়। আমাদের বন্ধু রাষ্ট্র ভারতকে বলতে চাই যে, সন্ত্রাসবাদ দমনে যেভাবে সমর্থন দেওয়া যায়, আমরা তাই দেব। এ জন্য গোয়েন্দা বিষয়ক তথ্য আদান-প্রদানের প্রয়োজন হলেও প্রয়োজন পড়লেও তা করা হবে। আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আমরা ভারতসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত। এই বিষয়ে ভারতের অবদান প্রশংসনীয়।’ অন্যদিকে মোদি জানান, ‘গত সপ্তাহে পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা বিশ্বের নিষ্ঠুরতম একটি ঘটনা। আমরা দুই পক্ষই একটা ব্যাপারে সম্মত হয়েছি যে, সন্ত্রাসবাদকে সমর্থন করার প্রশ্নই নেই। যে সব রাষ্ট্র এই সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে হবে। মোদি আরও জানান, কৌশলগত অংশীদারিত্ব এবং বাণিজ্য বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। তিনি বলেন ‘শক্তি অংশীদারিত্বকে কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত করার এটা সেরা সময়। ভারত ও সৌদির মধ্যে এদিন পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়। এগুলো হলো বিনিয়োগ বৃদ্ধি, পর্যটন, আবাসন, তথ্য ও সম্প্রচার ক্ষেত্র। এ ছাড়া প্রতিরক্ষা ক্ষেত্রেও দুই দেশ নিজেদের মধ্যে সহায়তা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এসব ক্ষেত্রে সৌদি আরব ভারতে ১০ হাজার কোটি ডলার লগ্নি করবে। মঙ্গলবার রাতেই ভারত সফরে আসেন সৌদির যুবরাজ। প্রোটোকল ভেঙে দিল্লি বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে নিজেই যান ভারতীয় প্রধানমন্ত্রী।
শিরোনাম
- সেই সতর্কবার্তা এখন গুরুত্ব পাচ্ছে রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি চরমে
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ